শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১০:৫৮:০৮

শান্তকে নিয়ে সুখবর পেলেও, মুশফিককে নিয়ে হতাশ বিসিবি

শান্তকে নিয়ে সুখবর পেলেও, মুশফিককে নিয়ে হতাশ বিসিবি

স্পোর্টস ডেস্ক: দলের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম এবং নাজমুল হাসান শান্তকে ছাড়ায় আন্টিগুয়া টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্টে সিরিজ শেষে ওয়ানডে খেলবে টাইগাররা। এর আগে শান্তকে নিয়ে সুখবর পেলেও, মুশফিককে নিয়ে হতাশ বিসিবি। টেস্টের মতো ওয়ানডে সিরিজেও থাকছেন না এই অভিজ্ঞ ব্যাটার।

শনিবার (২৩ নভেম্বর) বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজকে সামনে রেখে এ সপ্তাহের শেষ দিকে দল ঘোষণা করতে পারে নির্বাচকরা।

চোটের সময় ধারনা করা হচ্ছিল মুশফিক উইন্ডিজে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন। কারণ, রিকভারির জন্য চিকিৎসকরা তাকে এক মাসেরও কম সময় দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরে দেশের জার্সিতে আর মাঠে নামা হচ্ছে না মুশফিকের। কারণ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এ বছর আর কোনো ম্যাচ নেই টাইগারদের।

এদিনে আফগানিস্তান সিরিজে কুঁচকির চোটে পড়েছিলেন শান্ত। চোট কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি।

শান্তর পাশাপাশি ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন তানজিম সাকিব। গত অক্টোবরে ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। ফিটনেস পরীক্ষায় পাস করে এই পেসার এখন ওয়েস্ট ইন্ডিজে। তবে জাতীয় দলের বহরে যোগ দেওয়ার আগে গায়ানা অ্যামাজনের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে।

অ্যান্টিনায় প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে