শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৩১:১৪

আজ যেসকল এলাকায় সন্ধ্যা থেকে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

আজ যেসকল এলাকায় সন্ধ্যা থেকে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

এমটিনিউজ২৪ ডেস্ক: পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এ ছাড়াও টঙ্গী এলাকার গ্রাহকসহ জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে