শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১০:৫২:০৬

এবার ক্রিকেট নয়, ঢাকায় রিকশা চালিয়ে আনন্দ করছেন আইরিশ মেয়েরা

এবার ক্রিকেট নয়, ঢাকায় রিকশা চালিয়ে আনন্দ করছেন আইরিশ মেয়েরা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল। আজ মিরপুরে বিসিবি ভবনের সামনে রিকশায় অন্যরকম একটি দিন কাটান আইরিশ মেয়েরা।

ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে ঢাকার রিকশা। বিদেশি ক্রিকেটাররা ঢাকায় এসে ঐতিহ্যের বাহনে চড়বেন না তা কি হয়! জীবনে প্রথমবারের মতো চড়েছেন এবং অনেকে আগ্রহ নিয়ে রিকশা চালানোরও চেষ্টা করেছেন তারা।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের মধ্যে বিরতি দুইদিনের। এর মধ্যে আজ অনুশীলনের আগে তারা রিকশায় চড়েন।

দুপুর দুইটার দিকে স্টেডিয়ামের দুই থেকে চার নম্বর গেট পর্যন্ত রিকশায় ঘুরানো হয় তাদের। গ্যাবি লুইস-অ্যামি হান্টারদের অনেকেই সেলফি তুলে মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখেন।

এর আগেও বিসিবির এমন আয়োজন ছিল। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ। তখন রিকশায় চড়ানো হয়েছিল অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে। এবার ফের দেখা গেল সেই ভিন্ন আয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে