শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫:৪৭

আউট ভেবে মাঠ ত্যাগ, ড্রেসিংরুমে গিয়ে যা করেছিলেন জাকের

আউট ভেবে মাঠ ত্যাগ, ড্রেসিংরুমে গিয়ে যা করেছিলেন জাকের

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি জয় বাংলাদেশের। শেষ ম্যাচে আজ শুক্রবার ক্যারিবিয়ানদের ৮০ রানে হারিয়েছে টাইগাররা। এমন জয়ের দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাকের আলি অনিক। এই ম্যাচে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

অবশ্য জাকেরের এমন দুর্দান্ত ইনিংসের মাঝেই আছে নাটকীয় একটা ঘটনা। জাকেরের সঙ্গে শামীম হোসেন যখন ব্যাট করছিলেন তখন ভুল বোঝাবুঝিতে রান আউট হয়। দুই ব্যাটার একই প্রান্তে ঢুকেন। খালি চোখে মনে হচ্ছিল জাকের আউট। তিনি নিজেও আউট ভেবে ড্রেসিংরুমে চলে যান। পরে রিপ্লেতে দেখা যায় শামিম আউট, এরপর আবার জাকের ব্যাটিং চালিয়ে যান।

ম্যাচ শেষে জাকের বলছিলেন, ‘ড্রেসিংরুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম। হঠাত তৃতীয় আম্পায়ার ডাকলো। এরপর আরও একটা রান আউট। নিজের ওপর রাগ হচ্ছিল খুব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন যাতে দলে অবদান রাখতে পারি। তাদের রানগুলো আমি করে ফেলেছি। এ নিয়ে খুবই খুশি।’

পুরো সিরিজেই ধারবাহিক ছিলে জাকের। তিনি বলেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার জন্য দারুণ একটা সিরিজ। টেস্ট, ওয়ানডে এরপর টি-টোয়েন্টি। গত দুই ম্যাচের তুলনায় আজ উইকেট অনেক ভালো ছিল। শুরুতে আমি সময় নিচ্ছিলাম। জানতাম উইকেটে থিতু হয়ে গেলে, ম্যাচ গভীরে গেলে রান পাব।’

নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেন, ‘পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। ক্যারিবিয়ান বিগ বয়রা যেকোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে। বিশেষ করে তাদের কন্ডিশনে। এখানে বিশ্বকাপ খেলেছি, তখন ভালো খেলিনি। দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি, এই সফরের জন্য বিশেষ করে। এরপর ভালো খেলতে পেরেছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে