সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭:০১

বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় বড় চমক

বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় বড় চমক

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সাল বিদায়ের পথে। বছরের শেষে এসে খতিয়ান হিসেবের পালা। বছরের শেষপ্রান্তে এসে আইসিসিও শুরু করেছে বছরের সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া। তারই অংশ হিসেবে বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার আর বর্ষসেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি খেলোয়াড়ের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আজ রোববার (২৯ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা পুরুষ ওয়ানডে খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার দুজন এবং আফগানিস্তানের একজন করে ক্রিকেটার। তারা হলেন- শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস। সেই সঙ্গে আছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং ক্যারিবিয়ান হার্ডহিটার শেরফান রাদারফোর্ড।

দারুণ একটা বছর কাটিয়েছেন হাসারাঙ্গা। এই স্পিনার ১৫.৬১ গড়ে ২৬ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ৮৭ রান। অন্যদিকে কুশল মেন্ডিস ১৭ ইনিংসে ৫৩ গড়ে ৭৪২ রান করেছেন।

আফগান অলরাউন্ডার ওমরজাই ১২ ইনিংসে ৫২.১২ গড়ে ৪১৭ রানের পাশাপাশি ৭ উইকেট শিকার করেছেন। রাদারফোর্ড ১০৬.২৫ গড় ও ১২০.০৫ স্ট্রাইকরেটে ৪২৫ রান করে মনোনয়ন পেয়েছেন।

বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছে বড় চমক। ভারতের আর্শদীপ সিং, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে আছেন পাকিস্তানের বাবর আজমও। ছেলেদের ওয়ানডে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা। 

বাবর আজমের নাম দেখে চমকে গেছেন অনেকেই। সারা বছর অফফর্মের কারণে সমালোচিত হয়েছেন বাবর। তবে এই অফফর্ম মূলত লাল বলে। টি-টোয়েন্টিতে বরাবরের মতোই উজ্জ্বল ছিলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। ২০২৪ সালে ২৪টি টি-টোয়েন্টি খেলে ৩৩.৫৪ গড়ে ৭৩৮ রান করেছেন বাবর। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৫ রানের।

আর্শদীপ সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সারা বছর ধারবাহিকভাবে ভারতকে উইকেট এনে দেয়ার দায়িত্ব পালন করে। জাসপ্রীত বুমরাহ বিশ্বকাপ বাদে বাকি সময়টা ম্যাচ খেলেছেন বেছে বেছে। ফলে পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন আর্শদীপই। বছরজুড়ে ১৮টি ম্যাচ খেলে ১৩.৫০ গড়ে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং ফিগার ৯ রানে ৪ উইকেট।

অন্যদিকে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সিকান্দার রাজা। ২৪ ম্যাচে ২৮.৬৫ গড়ে ৫৭৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ১৩৩ রানের। বল হাতেও ২২.২৫ গড়ে ২৪ উইকেট শিকার করেছেন রাজা। সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট।

দারুণ বছর কাটিয়েছেন ট্রাভিস হেডও। এই অজি তারকা এ বছর ১৫ ম্যাচে ৩৮.৫০ গড়ে করেছেন ৫৩৯ রান। সর্বোচ্চ রানের ইনিংসটি ৮০ রানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে