স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। আরও একবার এআইপিএসের বর্ষসেরা দল হওয়ার পথে স্পেন ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে লা আলবিসেলেস্তেরা।
২০২৪ সালটা দারুণ গেছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির দল। সদ্য শেষ হওয়া বছরটাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ সময় পার করেছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকান অঞ্চলের শীর্ষে থেকে বছর শেষ করেছে তারা।
এআইপিএসের বর্ষসেরা হওয়ার পথে ৫৭৯ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। ২ নম্বরে থাকা স্পেন পেয়েছে ৫৫৩ পয়েন্ট। ২০২৪ সালে ইউরো জিতেছে স্প্যানিশরা। গত বছর চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। এআইপিএসের তৃতীয় সেরা দল হওয়ার পথে ৫৩২ পয়েন্ট পেয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা।