স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর ম্যাচে যা হলো; তাকে এক কথায় তাসকিন শো বললে ভুল হবে না। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট নিয়েছেন এই পেসার। তাতে রেকর্ড বইয়ে তোলপাড় শুরু হয়েছে।
ঢাকার বিপক্ষে তাসকিনের আজকের বোলিং ফিগার ৪-০-১৯-৭। দুর্বার রাজশাহীর আক্ষরিক অর্থটাইকে যেন বাস্তবে রূপ দিলেন তাসকিন। বোলিংয়ে আজ তাসকিন ছিলেন দুর্বার। ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন এই পেসার। গড়েছেন একের পর এক রেকর্ড।
তাসকিনের এই বোলিং ফিগারটি এখন বিপিএলের ইতিহাস সেরা। অর্থাৎ ১১ তম আসরে এসে সবাইকে পেছনে ফেলেছেন তাসকিন। এতদিন বিপিএলে ১৭ রান খরচায় ৬ উইকেট নেওয়ার কীর্তি ছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। এদিন ইনিংসের শেষ ওভারে তিন উইকেট তুলে তাকেও ছাড়িয়ে গেলেন তাসকিন।
বিপিএলে তাসকিনের এটি দ্বিতীয় ফাইফার। আর তাতে রেকর্ড বইয়ে তোলপাড় হয়েছে। স্বীকৃত টি-টোয়েন্টিতেও এখন তাসকিনই সেরা। এক ম্যাচে সবচেয়ে বেশি ৭ উইকেট নেওয়ার কীর্তি এখন তাসকিনের।
অবশ্য এ তালিকায় তাসকিন প্রথম বোলার নন। এর আগে দুই বোলার এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে। মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন লেইসের হয়ে খেলা আর্করম্যান। আর আজ তাদের পাশেই নিজেকে নিয়ে গেছেন তাসকিন।