শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০৩:৩৫

এবার বোর্ড সভায় বসছে বিসিবি, যেসকল সিদ্ধান্ত আসতে পারে

এবার বোর্ড সভায় বসছে বিসিবি, যেসকল সিদ্ধান্ত আসতে পারে

স্পোর্টস ডেস্ক: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবিতে ক্ষমতার রদবদল হলেও এখনও নির্ধারিত হয়নি স্ট্যান্ডিং কমিটি। এ ছাড়াও বেশ কয়েকটি পদ খালিও রয়েছে। এই সবকিছু নিয়ে আলোচনার জন্য বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় মিরপুরের স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে শুরু হবে এই সভা। এটি চলতি বছরের চলতি বছরের দ্বিতীয় বোর্ড সভা, এর আগে একটি জরুরি বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হলেও এবার বোর্ডের পরিচালকরা সশরীরে বৈঠকে বসবেন।

এই সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে অন্যতম হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি। এ ছাড়াও কেন্দ্রীয় চুক্তি, অধিনায়কত্ব ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

একনজরে দেখে নিই আজকের বোর্ড সভার আলোচ্য বিষয়গুলো

বিসিবির স্ট্যান্ডিং কমিটি
বিসিবির স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম এবং সংগঠনের কার্যকারিতা উন্নত করার উপায় নিয়েও আলোচনা হবে।

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও অধিনায়কত্ব
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের বিষয়টি নিয়েও আলোচনা হবে। নতুন অধিনায়ক নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলমান বিপিএল
বিপিএল নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের বেতনসংক্রান্ত ইস্যু থেকে শুরু করে ম্যাচ পরিচালনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষত, সন্দেহজনক ওভার এবং ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) কয়েকজন বোলারকে চিহ্নিত করেছে। যদিও এসিইউ বলছে, কিছু বিষয় অতিরঞ্জিত হয়েছে। এসব নিয়ে বিস্তর আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিপিএল নিয়ে সন্দেহ ও এসিইউ’র বক্তব্য
বিপিএলে কয়েকটি ম্যাচ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অস্বাভাবিক ব্যাটিং ধরণ, বড় ওয়াইড, এবং সন্দেহজনক ওভার নিয়ে আলোচনা চলছে। এসিইউ প্রধান মেজর (অব.) রায়ান আজাদ বলেছেন, ‘যা কিছু দেখছেন অতিরঞ্জিত। সন্দেহ থেকে যে যার মতো ব্যাখ্যা করছে। প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না।

ঢাকার ক্লাব ক্রিকেট ইস্যু
ঢাকার ক্লাব ক্রিকেট ইস্যু এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সিসিডিএমের অধীনে থাকা ৭৮টি ক্লাব বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে জোরালো দাবি তুলেছে। এই দাবি এবং ক্লাবগুলোর সিদ্ধান্তের কারণে ঢাকার ক্রিকেট কার্যত অচল হয়ে পড়েছে। প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো। এ নিয়ে আলোচনা এবং সমাধানের চেষ্টা হতে পারে।

ঢাকার ক্লাবগুলোর অভিযোগ
ঢাকার ক্লাবগুলোর অভিযোগ, গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে তাদের ক্ষমতা খর্ব করা হচ্ছে। ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, গঠনতন্ত্র সংশোধনী বাতিল না করা পর্যন্ত তারা প্রথম বিভাগসহ কোনো লিগে অংশ নেবে না। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পরেও এই অবস্থান অপরিবর্তিত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে