স্পোর্টস ডেস্ক : এক বলে দুই ব্যাটসম্যান আউটের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের আয়োজকরা। বিগ ব্যাশের আগামী মৌসুম থেকেই নতুন এই নিয়ম চালু করার চিন্তাভাবনা আয়োজকদের।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডন মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে নিয়মকানুনে বড় ধরণের পরিবর্তন আনতে চাইছে।
এক বলে দুই আউট
বিগব্যাশের পরবর্তী আসর থেকেই চালু হচ্ছে এক বলে দুই আউটের নিয়ম। রান নেওয়ার সময় দুই ব্যাটসম্যানের ভুল–বোঝাবুঝিতে অনেক সময় রান আউট হয়ে যান। বর্তমান নিয়ম অনুযায়ী, এসব ক্ষেত্রে যে প্রান্তের স্ট্যাম্প ভাঙ্গা হয় সেই একজনই আউট হন।অন্যজন ক্রিজের বাইরে থাকলেও আউট হওয়ার প্রশ্ন আসেনা।কিন্তু বিগ ব্যাশ কর্তৃপক্ষ নিয়মটি পাল্টাতে চায়। ফিল্ডিং দল যদি ব্যাটসম্যান পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায় দুই প্রান্তের স্টাম্পই ভাঙতে পারেন, তাহলে দুই ব্যাটসম্যানই রানআউট বলে গণ্য হবেন।
টানা ৬ বল ডট খেললে আউট
কোনো ব্যাটসম্যান যদি টানা ৬ বল ডট খেলেন তাহলে তাকে আউট ঘোষণা করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েও ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।
টানা ১২ বল করার নিয়ম
বর্তমান নিয়ম অনুযায়ী একজন বোলার টানা এক ওভার অথ্যাৎ ৬ বলের বেশি বল করতে পারবেন না। তবে আগামী বিগ ব্যাশে একজন বোলারকে টানা ১২ বল অথ্যাৎ দুই ওভার করতে দেখা যেতে পারে। এক্ষেত্রে কোনো দল সর্বোচ্চ দুইবার এ সুবিধা নিতে পারবে।
এসব নিয়মের কিছুই এখনও কার্যকর হয়নি। সবগুলোই প্রস্তাবিত। তবে যদি কার্যকর হয় তবে নতুন কিছু দেখবে ক্রিকেটপ্রেমীরা