স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর মাত্র ২৫ দিন বাকি। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই মেগা আসরের আগে আয়োজক দেশটি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে।
আসন্ন সিরিজের ম্যাচগুলো কোথায় হবে তা নিয়ে প্রথমে সংশয় ছিল, সেসব কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ভেন্যুই নির্ধারিত হয়েছে শেষ পর্যন্ত। বলা চলে মেগা আসরের ড্রেস রিহার্সাল হতে যাচ্ছে এই সিরিজ।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। আজ (শনিবার) এই তিনজাতি লড়াইয়ের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৮ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এভাবে প্রতিটি দল পরস্পর একবার করে মুখোমুখি হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। যার জন্য পাকিস্তানের তিনটি (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) এবং দুবাইয়ের (কেবল ভারতের ম্যাচ) একটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। টুর্নামেন্টটির জন্য সংস্কার করা হয়েছে পাকিস্তানের নির্ধারিত ভেন্যুগুলো। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এসব ভেন্যু কতটুকু প্রস্তুত সেটি জানা যাবে ত্রিদেশীয় সিরিজ দিয়ে। লাহোর ও করাচিতে এই সিরিজের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভেন্যু দুটি সম্পর্কে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বজুড়ে দর্শকদের খেলা দেখায় দারুণ অভিজ্ঞতা দিতে এবং সম্প্রচারের সুবিধার্থে লাহোরে ৪৮০টি এলইডি লাইট স্থাপন করা হয়েছে। নতুন করে বসানো হয়েছে দুটি বড় জায়ান্ট স্ক্রিন। ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের জন্যও স্টেডিয়ামে সম্ভাব্য সকল সুবিধা প্রস্তুত রাখা হয়েছে। তেমনি করাচিতে ৩৫০ এলএইডি, দুটি ডিসপ্লে এবং দর্শক ধারণক্ষমতায় বাড়ানো হয়েছে ৫০০০ আসন।’.