স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে গত বছর দেড় যুগ পর টি-২০ বিশ্বকাপ জিতে ভারত। বিশ্বকাপের পাশাপাশি বছরজুড়ে দলটির ক্রিকেটাররা ছিলেন দারুণ ছন্দে। তারই প্রমাণ টি-২০ বর্ষসেরা দলে। ভারতের ৪ জন ক্রিকেটার স্থান পেয়েছেন এতে।
ভারতের চার ক্রিকেটার হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং। প্রথমজন দলের ক্যাপ্টেন ও ওপেনার। গত বছর ১১ ম্যাচে ৩৭৮ রান করেন তিনি।
আর ব্যাটিং অর্ডারের ৭ নম্বরে জায়গা পাওয়া পান্ডিয়া ১৭ ম্যাচে ৩৫২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন ১৬টি। বিশ্বকাপের সেরা বুমরাহ গত বছর ৮ ম্যাচে শিকার করেন ১৫ উইকেট। তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন আরও ১৪১ জন বোলার, এরমধ্যে ১৮ জনের আছে ৩০ বা তার বেশি উইকেট। তাহলে বুঝুন বুমরাহর প্রভাব কতখানি! আটের একটু বেশি গড়ে ও চারের একটু বেশি ইকোনমিতে বল করেছেন তিনি।
আর্শদীপ সিং ১৮ ম্যাচে নেন ৩৬ উইকেট। তিনি হয়েছেন এই ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটারও।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। রানার্সআপ দলের কেউ বর্ষসেরা দলে স্থান পাননি। এছাড়াও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নেই নিউজিল্যান্ড ও বাংলাদেশের কোনো ক্রিকেটার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে একজন করে দলে জায়গা পেয়েছেন। তারা হলেন ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, রশিদ খান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ট্রাভিস হেড গত বছর ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে করেছেন ৫৩৯ রান। রোহিত শর্মার সঙ্গে বর্ষসেরা দলের ওপেনার তিনিই। ওয়ানডাউনের ফিল সল্ট ১৭ ম্যাচে করেছিলেন ৪৬৭ রান। পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি রান করা বাবর আজম আছেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে। গত বছর ১৩৩.২১ স্ট্রাইকরেটে ৭৩৮ রান করেছিলেন তিনি।
বর্তমান সময়ে টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটার নিকোলাস পুরান। গত বছর ২১ ম্যাচে ৪৬৪ রান করেছেন তিনি। অলরাউন্ডার সিকান্দার রাজার রান অবশ্য তার চেয়ে বেশি। গত বছর ২৪ ম্যাচে রাজা করেছেন ৫৭৩, উইকেট নিয়েছেন ২৪টি। রশিদ খান ১৪ ম্যাচে নিয়েছিলেন ৩১ উইকেট। আর পূর্ণ সদস্য দেশগুরোর মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হাসারাঙ্গার শিকার ৩৮।
বর্ষসেরা দল
রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।