মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৮:১৮

ঢাকায় আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী

ঢাকায় আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার। তবে কবে লাল-সবুজের জার্সি গায়ে তিনি খেলতে নামবেন, তার জন্য যেন তর সইছে না দেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু জন্য সুখবর হলো, আগামী ১৯ মার্চ ঢাকায় আসতে পারেন হামজা। তারপরই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে।

আগামী এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। দুটি পর্বে অনুষ্ঠিত হবে ক্যাম্পটি। 

 প্রথম পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বের ক্যাম্প অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেখানে ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে তাদের ক্যাম্প। ২০ মার্চ ঢাকা ফিরে আসবে দল। পরদিনই ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 

কদিন আগেই লেস্টার সিটি থেকে হামজাকে ধারে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হয়েছেন ম্যাচসেরা। আর তাতে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। 
 
বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকা আসবেন। তারপর জাতীয় দলের সাথে যোগ দেবেন। বাফুফের কার্যনির্বাহি কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।’ 

 আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে  এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডের খেলা। ভারতের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন হামজা, এমনটাই প্রত্যাশা সবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে