মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৫:৫৫

হার্দিক পান্ডিয়ার হাতের ঘড়ি বিশ্বে আছে মাত্র ৫০টি! দাম কত জানেন?

হার্দিক পান্ডিয়ার হাতের ঘড়ি বিশ্বে আছে মাত্র ৫০টি! দাম কত জানেন?

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। রোববার (২৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও সেই উত্তেজনা দেখা গেছে। তবে ভারতের কাছে তেমন কোনো পাত্তাই পায়নি পাকিস্তান। সেই ম্যাচে কোহলির শতকের পাশাপাশি ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হার্দিক পান্ডিয়াও। তবে পান্ডিয়া তার ঘড়ির জন্য আলোচনায় এসেছেন।

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ঘড়ির শখের বিষয়টা সকলের জানা। বিশেষ করে দুবাইতে গেলে হার্দিক নতুন ঘড়ি কেনেন। এ বার দুবাইতে রয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, সেখানে তার হাতে দেখা গেল কোটি টাকার ঘড়ি।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে পান্ডিয়া যে ঘড়ি পরে বল করেছেন, সেটি সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিশা মিলের। আরএম ২৭-০২ মডেলের এই ঘড়ির দাম ৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় ৯ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বে এমন ঘড়ি মাত্র ৫০টি আছে।

এই ঘড়ি মূলত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের জন্য নকশা করা হয়েছিল। এটি বানানো হয়েছে গাড়ির চেসিস দিয়ে। ক্লে কোর্টের রাজা নাদাল গত বছর খেলোয়াড়ি জীবনকে বিদায় জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে