স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ধকল না কাটিয়ে উঠতেই আবার লিগ ম্যাচে খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। যা নিয়ে বিরক্ত লস ব্ল্যাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি। ক্ষোভ জানিয়েছেন, অনুরোধের পরও ম্যাচ না পেছানোয়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৭২ ঘণ্টার বিশ্রাম না মিললে আর মাঠে নামবে না রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বুধবার (১৩ মার্চ) স্থানীয় সময় রাত ৯টায় অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল। দ্বিতীয় লেগের নির্ধারিত সময় শেষেও ফলাফল চূড়ান্ত না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিট শেষেও কোনো দল জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জয় পায় আনচেলত্তির শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে লম্বা সময় ধরে খেলার সে ধকল কাটিয়ে না উঠতেই শনিবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আবার লা লিগার ম্যাচে মাঠে নামে তারা। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নেয় তারা। কিন্তু এ ম্যাচে স্পষ্ট হয় খেলোয়াড়দের মধ্যে ক্লান্তির ছাপ।
খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ আনচেলত্তি। লা লিগা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে ম্যাচশেষে তিনি বলেন, ‘আমার মনে হয়, ৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া এটাই আমাদের শেষ খেলা। এরপর আমরা আর ৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া খেলব না। লা লিগা কর্তৃপক্ষকে আমরা সময় পরিবর্তনে জন্য দুবার অনুরোধ করেছি। কিন্তু তারা কিছু করেনি। কিন্তু এটাই শেষবার।’
৭২ ঘণ্টার কম বিশ্রামে ম্যাচ পড়লে খেলা তো দূরে থাক, এরপর আর রিয়াল মাদ্রিদকে মাঠে দেখা যাবে না বলেও জানান তিনি।
আনচেলত্তির এ ক্ষোভের কারণও আছে। কারণ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা থেকেই দুই ম্যাচের মাঝখানে ৭২ ঘণ্টা বিশ্রামের পরামর্শ ছিল। যাতে খেলোয়াড়রা শারীরিক ধকল কাটিয়ে উঠার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারে।
তবে লিগের ম্যাচগুলোতে যেহেতু ফিফা আয়োজন করে না, তাই অনেক সময় এ নীতি অনুসরণ করা হয় না। লা লিগার ম্যাচগুলো নির্ধারিত হয় স্পেনের স্থানীয় সময় বিবেচনায় রেখে।