স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারজুড়ে একেরে পর এক বিতর্কের সঙ্গে জড়িয়েছেন নাসির হোসেন। সবশেষ ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করে আইসিসি।
এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ছিলো ৬ মাসের। ২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সেই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেনো কার্যকর না হয়, সেজন্য আইসিসিতে কথা বলেছে বিসিবি।
সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ৭ এপ্রিল শেষ হতে যাচ্ছে নাসির হোসেনের নিষেধাজ্ঞা। যদি তাই হয়, তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে তাকে। যদিও এখনও কোনও দল খুঁজে পাননি তিনি, তবে এ নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন নাসির।
২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। সিরিজ চলাকালীন সময় জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না ক্লাবগুলো। ওই সময়ে বিকল্প হিসেবে নাসিরকে দলে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
এ ব্যাপারে আবাহনীর কোচ হান্নান সরকার সংবাদমাধ্যমে বলেছেন, ‘আগে তার নিষেধাজ্ঞা শেষ হোক। আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেবো।’
জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে খেলেছেন নাসির হোসেন। লাল-সবুজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলে আর ফেরা হয়নি। তবে বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম।
মাঝে বিয়ে নিয়েও বেশ আলোচনায় এসেছিলেন নাসির। কিন্তু সেই বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন তিনি। ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট।
নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শেষ হতে পারে সেই অপেক্ষা।