সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৪৫:০৯

বাংলাদেশের মিডল অর্ডার এখন অভিজ্ঞতশূন্য!

বাংলাদেশের মিডল অর্ডার এখন অভিজ্ঞতশূন্য!

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে সাকিব, মুশফিক, রিয়াদদের অবসরে বাংলাদেশের মিডল অর্ডার এখন অভিজ্ঞতশূন্য। যে কারণে নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটার। মুমিনুল হক সৌরভ তাদেরই একজন। 

সবশেষ এই ফরম্যাটে খেলার পার হয়েছে ৭ বছর। তবে চলতি ডিপিএলে টেবিল টপার আবাহনীর জার্সিতে রান পাচ্ছেন 'টেস্ট স্পেশালিস্ট' তকমা গায়ে সেঁটে যাওয়া এই বাঁহাতি। তাইতো পাওয়া সুযোগ কাজে লাগিয়ে স্বপ্ন দেখছেন ওয়ানডে ফরম্যাটে ফেরার। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে সাজাচ্ছেন নিজের পরিকল্পনা।

দেশের ক্রিকেটে আক্ষেপের গল্প আছে অনেক। তবে মুমিনুলকে নিয়ে আক্ষেপটা একটু বেশিই হওয়ার কথা। সাদা পোষাকে অভিষেকের পর থেকেই অটো চয়েস। তার ব্যাটিংয়ের ধরন সাদা বলেও মানানসই হলেও এক দিনের ফরম্যাটে পারেননি ভরসা অর্জন করতে। অথচ সে যোগ্যতা বা প্রতিভা সবই ছিলো তার।

মুমিনুলের ক্যারিয়ার ধাক্কা খায় ২০১৪ সালে চান্ডিকা হাথুরুসিংহে প্রথম দফায় বাংলাদেশের কোচ হয়ে এলে। ১৫'র বিশ্বকাপে সুযোগে পেলেও খেলেছিলেন মোটে দুই ম্যাচ। তারপর তিন বছর ব্রাত্যই ছিলেন ওডিআই স্কোয়াডে। ২০১৮ এশিয়া কাপে ফিরলেও দুই ম্যাচেই ছিলেন ব্যর্থ।

সেই যে ভাগ্যের চাকাটা ভেঙেছে আর জোড়া লাগেনি। তবে ঘরোয়া লিগে মুমিনুল পারফর্ম করেছেন নিয়িমিত। আবাহনীর জার্সিতে সবশেষ ম্যাচেও করেছেন ৯২ রান। এই বাঁহাতি বলেন, 'যারা এভাবে হঠাৎ করে টিমে ঢুকবে, তারা একটা সুযোগ পাবে আরেকটা সুযোগ আদায় করে নিতে হবে। সহজেই আমি আরেকজনরে দোষ দিতে পারি–কোচ কিংবা বোর্ড হোক।'

হঠাৎ করেই ওয়ানডে ফরম্যাটে মুমিনুলের নাম আলোচনায় আসার কারণও আছে। পঞ্চপাণ্ডবের যুগ শেষ। ক্রিকেটে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাও ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টি জানা মুমিনুলেরও। নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। এই মিডলঅর্ডার ব্যাটার বলেন, 'আমি বিশ্বাস করি, আপনি আপনার কাজটা ঠিকঠাক করতে থাকলে সুযোগ আসবেই। সুযোগটা আপনি কীভাবে কাজে লাগাবেন সেটাই গুরুত্বপূর্ণ। তার মানে এমন না যে আমি আশা ছেড়ে দিছি। আমি এখনও আশাবাদী।'

'হ্যাঁ, তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাইদের তো অনেক অভিজ্ঞতা। তারা চলে গেলেন, এখন নতুনদের সময়। যারা এখন খেলছেন যেমন: মিরাজ বলেন, লিটন বলেন, সৌম্য বলেন, কেউই কিন্তু অনভিজ্ঞ না।'–মুমিনুল যোগ করেন।

তবে টাইগার শিবিরে যে স্বস্তি নেই। নিজেদের পছন্দের ফরম্যাট বলে দাবি করা ওয়ানডেতে বাংলাদেশ সবশেষ ত্রিশ ম্যাচের ২২টাই হেরেছে। তবুও মুমিনুল বলছেন সুসময় নাকি খুব কাছে, 'সিনিয়ররা চলে গেলে নতুনরা একটু গুছিয়ে নিতে সময় লাগে। হয়তো একটু সময় লাগছে। ওয়ানডে ফরম্যাটে আস্তে আস্তে সেটেল হবে। সবচেয়ে ভালো বিষয়, আমাদের পেস বোলিং ইউনিটটা এখন অনেক ইমপ্রুভড। ঐ জায়গাটা ভালো হওয়ায় আমাদের অন্যগুলোও কাভার হয়ে যাবে।'

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জেতাতে চান মুমিনুল। নিজেকে দেখতে চান সেরা পাঁচ রান সংগ্রাহকদের তালিকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে