সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:২২:২৮

‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আপনার জন্য দোয়া রইল'

‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আপনার জন্য দোয়া রইল'

স্পোর্টস ডেস্ক : বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তিনি।

শাইনপুকুরের বিপক্ষে টসে হেরে তামিম ফিল্ডিংয়ের আমন্ত্রণ পান। টস করার পরই মোহামেডান অধিনায়কের ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়েছে। তবে শুরুতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কথা ভাবা হয়েছিল, বিকেএসপির ৩ নম্বর মাঠে হেলিকপ্টার নামানোও হয়েছিল।

বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।

তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন লিটন কুমার দাস। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে