সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ০৩:২৬:১৩

তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

 তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্পোর্টস ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন। বিসিবি জানিয়েছে, তারা তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পরপরই তামিম ইকবালকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার হৃদযন্ত্রের অবস্থা মূল্যায়নের জন্য একটি এনজিওগ্রাম করা হয়। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসা সংক্রান্ত পরিকল্পনা নির্ধারণ করছেন। বিসিবি নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং জনগণকে হালনাগাদ তথ্য প্রদান করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে