স্পোর্টস ডেস্ক : আজ (২৪ মার্চ) সকালে ডিপিএলের ম্যাচ খেলতে মাঠে নামার আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। চিকিৎসকদের কঠোর প্রচেষ্টায় রিং পরানোর পর এখন অবস্থা উন্নতির পথে তারকা এই ক্রিকেটারের। তবে সংকট এখনও কাটেনি।
তামিমের অসুস্থতায় ব্যথিত হামজাও
দেশসেরা ওপেনারের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করেন বিভিন্ন অঙ্গনের তারকারা। মুশফিকুর রহিম তো হাসপাতালেই ছুটে গেছেন দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধুকে দেখতে। দেশের বাইরের তারকাদের মধ্যে লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং এবং মনোজ তিওয়ারিরা তামিমের জন্য প্রার্থনার বার্তা দিয়েছেন।
তামিমের অসুস্থতার খবর ক্রিকেটাঙ্গনকে যেমন নাড়া দিয়েছে, তেমনি অন্যান্য খেলাধুলা এবং শোবিজ অঙ্গনেও এর প্রভাব পড়েছে। বিভিন্ন অঙ্গনের তারকারা তামিমের অসুস্থতায় বিচলিত হয়ে পড়েছেন, প্রার্থনা করছেন তারকা ক্রিকেটারের দ্রুত সেরে ওঠার। বাংলাদেশ ফুটবল দলে সদ্য নাম লেখানো হামজা চৌধুরীও আছেন এই তালিকায়।
আগামীকাল (২৫ মার্চ) বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবেন হামজা। সেই ম্যাচের আগে দেশের একটি টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘এই সংবাদ (তামিমের অসুস্থতার) আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাল্লাহ, সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।’
এদিকে, তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।