মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ০৩:৪২:০২

ভারতের বিপক্ষে খেলার আগ মুহূর্তে বাংলাদেশ দলে দুঃসংবাদ!

ভারতের বিপক্ষে খেলার আগ মুহূর্তে বাংলাদেশ দলে দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পর শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত দ্বৈরথ। ম্যাচ শুরুর আগে দুই দলকে ২৩ জন ফুটবলারের নাম দিতে হয়। বাংলাদেশ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার কাজেম শাহ। 

হ্যাভিয়ের ক্যাবরেরা একজন ফুটবলার বেশি নিয়ে ভারতে এসেছিলেন। তাই খেলার আগে একজন বাদ পড়বেন এটা অনুমেয় ছিল। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হওয়া ক্যাম্প থেকে অদ্যাবধি দলের সঙ্গে ছিলেন কাজেম। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তাকে বাদ পড়তে হয়েছে।

বাফুফে ২৩ জনের চুড়ান্ত স্কোয়াড এখনো প্রকাশ করেনি। তবে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, কাজেম পারফরম্যান্স নয় ইনজুরির জন্য ছিটকে গেছেন। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অন্য এক ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে কাজেমের ব্যথা (হ্যামস্ট্রিং) বেশি হওয়ায় শেষ পর্যন্ত মত বদলাতে হয়। আরও দুই একজন ফুটবলারের হালকা চোট থাকলেও তারা খেলার অবস্থায় রয়েছেন। 

কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহ'র ছেলে। জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠা কানাডায়। কানাডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেছেন। গত কয়েক মৌসুম তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের ডাক পেয়েছেন এবং জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন। 

ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা থাকলেও এখনো একাদশ ঘোষণা হয়নি বলে জানা গেছে। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার পর টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে বাংলাদেশ দল রওনা হবে। টিম রওনা হওয়ার ঘণ্টা দেড়-দুই আগে একাদশ ঘোষণা করতে পারেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে