মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ১১:২৮:৩৮

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তামিম ইকবাল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হৃদরোগের জটিলতা কাটিয়ে গেলো ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম ইকবাল। তখনই জানা যায়, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে তামিম ইকবালকে।

কিছুদিন আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সোমবার (৭ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ডিপিএল ম্যাচের আগে হৃদ্‌রোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাৎক্ষণিক তাকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। ব্লক ধরা পড়ার পর সেখানেই তার হার্টে একটি রিং পরানো হয়।

পরদিন পারিবারিক সিদ্ধান্তে তামিমকে আনা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৮ মার্চ তিনি বাসায় ফিরে যান। এরপর থেকে বাসাতেই আছেন তামিম। তবে পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত হয়েছিল, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তামিমকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে