স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে ও বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে এপ্রিল মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরিসহ ১১৬ রান ও বল হাতে ১৫ উইকেট নেন তিনি।
মাসসেরা হওয়া মিরাজ চান ধারাবাহিক পারফরম্যান্স। আজ খুলনায় একটি অনুষ্ঠানে সময় সংবাদের সঙ্গে এ কথা বলেন তিনি।
মিরাজ বলেন, আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়া নিঃসন্দেহে আমার জন্য দারুণ ব্যাপার। এর আগে আমাদের অন্য ক্রিকেটাররা হয়েছেন, আমি প্রথমবার হয়েছি। প্রথম ম্যাচে হারের কারণে আমাদের কাছে দ্বিতীয় ম্যাচটা বেশি চ্যালেঞ্জিং ছিলো। সেই চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারার কারণেই এমন ফলাফল (সিরিজ ড্র) হয়েছে।
ব্যক্তিগত অর্জনের চেয়ে মিরাজের কাছে গুরুত্বপূর্ণ দলের জয়ে অবদান রাখা। তিনি বলেন, আমার মূল লক্ষ্য দলের জয়ে ভূমিকা রাখা। ধরেন, আমি বড় একটা ইনিংস খেললাম, কিন্তু দল হেরে গেল। সেই ইনিংস কিন্তু আমার জন্য খুব বেশি ভালো লাগার হয় না। কিন্তু ছোট কোনো ইনিংস যদি দলের জয়ে ভূমিকা রাখে সেটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। মাসসেরা হওয়া বা অন্য কিছুর থেকে আমার নজর সেই দিকেই বেশি থাকে।
বাংলাদেশ টি-২০ দল এখন আরব আমিরাতে সফরে গেছে। সেখান থেকে যাওয়ার কথা পাকিস্তানে। তবে পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে জড়ানোয় নিরাপত্তার একটা প্রশ্ন আসে। মিরাজ বলেন, নিরাপত্তা অবশ্যই সবার আগে। তবে আমরা সবসময় মাঠে নেমে দেশের জন্য পারফর্ম করতে প্রস্তুত।