সোমবার, ১৯ মে, ২০২৫, ০৮:২৭:৪১

খবরটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড

খবরটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৯ মে) সকালে একটি খবর ছড়িয়ে পড়ে, এশিয়া কাপে অংশগ্রহণ করবে না ভারত। এমনকি, আয়োজনও করবে না তারা। তবে এমন খবরটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পরে যে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কারণে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে তারা আসন্ন নারী ও পুরুষ এশিয়া কাপ টুর্নামেন্টগুলোতে অংশ নেবে না।

কিন্তু পরে সংবাদমাধ্যম এএনআইকে দেয়া এক বিবৃতিতে বিসিসিআই সচিব সাইকিয়া বলেন, 'আজ সকাল থেকে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বিসিসিআই এশিয়া কাপ এবং নারী ইমার্জিং এশিয়া কাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এসিসির কোনো ইভেন্টে অংশগ্রহণ না করার বিষয়ে বিসিসিআই এখন পর্যন্ত কোনো আলোচনা পর্যন্ত করেনি, সিদ্ধান্ত নেয়া তো দূরের কথা।'

প্রতিবেদনে দাবি করা হয় বিসিসিআইয়ের এক কর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এসিসির সভাপতি যেহেতু একজন পাকিস্তানি মন্ত্রী—পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, তাই ভারত এমন একটি টুর্নামেন্টে খেলতে পারে না, যা তার নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

তবে বাস্তবতা হলো, ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতে। তবে পাকিস্তান দল তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে নির্ধারিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে