স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু এতটাও নয় যে, পুরো দল মাত্র ২ রান করে আউট হয়ে যাবে। মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে এমনটাই ঘটেছে। যেখানে ৪২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একটি দল ৫.৪ ওভারে মাত্র দুই রানে অলআউট হয়ে যায়। ৪২৪ রানে শোচনীয় পরাজয় হয় তাদের।
এই দলের ৮ জন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। দুইজন ব্যাটসম্যান এক রান করে করেন। ক্রিকেট ইতিহাসে এটি এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর। এর আগে, প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ছিল ৬ রান, যা ১৮১০ সালে তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে ক্রিকেট ম্যাচে রানের ফুলঝুরি, সেই হিসেবে এই রেকর্ডটি অবাক করার মতোই। গত ২৪ মে নর্থ লন্ডন সিসি বনাম রিচমন্ড সিসি, মিডডেক্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি, মিডডোর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ৪৫-৪৫ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে নর্থ লন্ডন সিসি ৪৫ ওভারে ৬ উইকেটে ৪২৬ রানের পাহাড় গড়ে। দলের হয়ে ড্যান সিমন্স ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া জ্যাক লেভিথ ৪৩ এবং নাবিল আব্রাহামস ৪২ রান করেন।
রানের পাহাড় ডিঙ্গাতে নেমে রিচমন্ড সিসি মাত্র ৩৪ বল খেলে ২ রানে অলআউট হয়ে যায়। রিচমন্ড সিসির ব্যাটসম্যানরা এত তাড়াহুড়ো করছিল যে, তারা একের পর এক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এই দলের ৮ জন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি।
এর আগে ১৮১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি রেকর্ড গড়েছিল। সেই ম্যাচে, দ্য বিএস-এর পুরো দল মাত্র ৬ রানে আউট হয়ে গিয়েছিল। এছাড়াও, ১৪৮ বছর আগে ২৪ মে, একটি দল মাত্র ১২ রানে আউট হয়ে গিয়েছিল।
ক্রিকইনফোর রেকর্ড অনুসারে, ১৮৭৭ সালের ২৪ মে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। সেই দলের ছয় জন ব্যাটসম্যান তাদের খাতাও খুলতে পারেননি। যেখানে এডওয়ার্ড ওয়েলিংটন সর্বোচ্চ ৭ রান করেন। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের হয়ে ফ্রেড মোরেল সর্বোচ্চ ৭ উইকেট নেন। এই ম্যাচটি মেরিলেবোন ক্রিকেট ক্লাব ৭৭ রানে জিতেছিল।
টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রান করার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়ে যায়। যেখানে ওয়ানডে ক্রিকেটে এই রেকর্ডটি জিম্বাবুয়ের। ২০২৪ সালে শ্রীলংখার বিপক্ষে পুরো জিম্বাবুয়ে দল মাত্র ৩৫ রানে আউট হয়ে যায়। এছাড়াও টি-টোয়েন্টিতে, ২০২৪ সালে নাইজেরিয়ার বিপক্ষে আইভরি কোস্ট দল মাত্র ৭ রানে অলআউট হয়ে যায়।