স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় মৌসুম সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন গোল্ডেন বুট। কিন্তু এতকিছু করেও আল নাসরকে শিরোপা এনে দিতে পারেননি। চলতি মৌসুমে তো লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও হারিয়েছে আল নাসর। লিগ মৌসুমের শেষ ম্যাচটাতেও জয়বঞ্চিত থাকতে হলো রোনালদোদের।
নতুন মাইলফলক ছোঁয়া গোলে পর্তুগিজ মহাতারকা আলো ছড়ালেও দলকে হারের অন্ধকার থেকে তুলে আনতে পারেননি। এরপর ম্যাচ শেষে দিয়েছেন রহস্যজনক বার্তা।
সোমবার (২৬ মে) সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহ'র বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। রোনালদো ও সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর ২ গোল হজম করে হেরে গেছে আল নাসর। ফাতেহ'র পক্ষে মাতিয়াস ভারগাস, মৌরাদ আতনা ও মাথেউস মাচাদো গোল করেন।
এই হারে ৩৪ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হলো আল নাসর। ৮৩ পয়েন্ট নিয়ে লিগ ঘরে তুলেছে আল ইত্তিহাদ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৭৫ পয়েন্ট।
এদিন ম্যাচের ৪২ মিনিটের সময় রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। এটি ছিল ক্লাব পর্যায়ে রোনালদোর ৮০০তম গোল। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব পর্যায়ে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। সব মিলিয়ে এটি এই পর্তুগিজের ক্যারিয়ারের ৯৩৬তম গোল।
চলতি মৌসুমে সৌদি লিগে ৩০ ম্যাচে ২৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। আর সব মিলিয়ে ৩৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন এই ৪০ বছর বয়সী।
মৌসুমের শেষ ম্যাচে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে আল নাসরের জার্সি গায়ে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা বাকি। সকলের প্রতি কৃতজ্ঞতা।’
রোনালদোর এই বার্তা তার আল নাসর ছাড়ার গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে। এটিকে অনেকেই তার বর্তমান ক্লাব ছাড়ার ঘোষণা হিসেবেই দেখছেন। ২০২৩ সালের শুরুতে সৌদি লিগে যোগ দেয়ার পর থেকেই রোনালদো এই লিগের পোস্টারবয়। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকে ক্লাবটিতে এসে গোলের পর গোল করে চলেছেন তিনি, কিন্তু সে হিসেবে কোনো সাফল্যই ধরা দেয়নি তাদের। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও আসন্ন ক্লাব বিশ্বকাপেও জায়গা হয়নি আল নাসরের। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত তাতে স্বাক্ষর করেননি এই পর্তুগিজ। নতুন করে চুক্তি না করলে আগামী ৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
এদিকে ক্লাব বিশ্বকাপের ঠিক আগে আগে রোনালদোকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলতে তিনি দলবদল করতে পারেন। দিনকয়েক আগে স্প্যানিশ আউটলেট মার্কা জানিয়েছে, ব্রাজিলের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রোনালদো, তবে ক্লাবটির নাম প্রকাশ করা হয়নি। এরপর ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুলেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসি-রোনালদোকে এক দলে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি।
ফিফা সভাপতি বলছেন, আল নাসর সুযোগ না পেলেও অন্য দলের হয়ে খেলতে পারেন রোনালদো। এ টুর্নামেন্টে খেলার জন্য দলবদলের সুযোগ রেখেছে ফিফা।
সম্প্রতি আমেরিকান ইন্টারনেট ব্যক্তিত্ব ড্যারেন জ্যাসন ওয়াটকিন্স জুনিয়র যিনি আইশোস্পিড নামে পরিচিত, তার সঙ্গে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো কোনো একটি দলের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। কে জানে, হয়তো কোনো ক্লাব টুর্নামেন্টটির জন্য তার প্রতি আগ্রহ দেখাতে পারে। এখনো কিছু সময় বাকি আছে। এটা দারুণ হবে।’
এখন দেখার বিষয় রোনালদো আসলে কী করেন।