স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো ম্যাচের আগে জুভেন্টাস কোচ ইগর তুদের প্রশংসায় ভাসালেন রিয়াল কিংবদন্তি লুকা মডরিচকে। ক্রোয়েশিয়ান কোচ তার স্বদেশি মডরিচকে নিয়ে বললেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তুদের বলেন, ‘ক্রোয়েশিয়ার মতো ছোট একটি দেশে, যেখানে জনসংখ্যা ৪০ লাখেরও কম, সেখানে লুকা মডরিচের মতো একজন প্রতিভা হয়তো ৩০০ বছরেও একবার জন্মায়। তিনি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, বরং আমাদের জাতির অহংকার।
তুদের আরো বলেন, ‘সবাই জানে মদ্রিচ কত বড় খেলোয়াড়। কিন্তু অনেকেই জানে না, মাঠের বাইরে তিনি কতটা বিনয়ী ও সদয়। আমি ওকে খুব ভালোবাসি, আশা করি, সে ফুটবল উপভোগ করেই যাবে, কারণ এখনো তো তার বয়স মাত্র ৪০।’
এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জোর গুঞ্জন রয়েছে, ক্লাব বিশ্বকাপের পর এসি মিলানে যোগ দিতে পারেন ৩৯ বছর বয়সী মডরিচ।
এতে ইউরোপেই থাকছেন এই মিডফিল্ড জাদুকর, আর সিরি আ-তে আবারও তার নৈপুণ্য উপভোগ করতে পারবে ভক্তরা।