শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ০২:৩৫:৩৪

ক্রিকেটে ভেঙ্গে গেল ৫১ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড

ক্রিকেটে ভেঙ্গে গেল ৫১ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড

স্পোর্টস ডেস্ক: এজবাস্টন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন জশস্বী জয়সওয়াল। কিন্তু ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। তারপরও এক অনন্য কীর্তি গড়েছেন এই ভারতীয় তরুণ ওপেনার। এজবাস্টনে ভারতের হয়ে ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড এখন তার দখলে।

এর মধ্য দিয়ে ভেঙে দেন ৫১ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড। ১৯৭৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ওপেনার সুধীর নায়েক। এতদিন পর্যন্ত সেটিই ছিল এ মাঠে ভারতের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

কিন্তু এবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীর নায়েককে পিছনে ফেলেছেন জয়সওয়াল। ফলে সুধীর নায়েক নেমে গেছেন দ্বিতীয় স্থানে। 

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাস্কার, যিনি ১৯৭৯ সালে করেছিলেন ৬৮ রান। চতুর্থ স্থানে আছেন চেতেশ্বর পূজারা, যিনি ২০২২ সালে করেছিলেন ৬৬ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে