স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইয়ান মুল্ডার। টেস্টে লারার ৪০০ রানের রেকর্ড ছোঁয়া এবং ভাঙার সুযোগও ছিল তার সামনে।
তবে কিংবদন্তি ব্যাটসম্যান লারার প্রতি সম্মান দেখিয়ে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মুল্ডারের এমন কাজের জন্য সমালোচনা করছে অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল হতাশ হয়ে বলেছেন, তিনি এই সুযোগ পেলে কখনই হাতছাড়া করতেন না।
বুলাওয়েতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলোঅনে পড়েও ২২০ রানে অল আউট হয় তারা। ফলে ইনিংস ও ২৩৬ রানে ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইনিংসে ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচে অধিনায়কত্ব করা উইয়ান মুল্ডার। সুযোগ থাকা সত্ত্বেও লারার অপরাজিত ৪০০ রানের ইনিংস ভাঙেননি তিনি।
এই সিদ্ধান্তে চটেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল। ‘টকস্পোর্টস’-কে দেয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘যদি আমি ৪০০ রানের সুযোগ পেতাম, আমি সেটা হাতছাড়া করতাম না। এমন সুযোগ জীবনে একবারই আসে। আপনি জানেন না আর কখন ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি যাবেন। মুল্ডার সুযোগটা একেবারে নষ্ট করেছে। সে ঘাবড়ে গিয়েছিল। কিংবদন্তি হতে চাইলে রেকর্ডের জন্য লড়তেই হয়।’
মুল্ডার অবশ্য বলেছিলেন, তিনি চান লারার মতো একজন কিংবদন্তির রেকর্ডটি অটুট থাকুক। তার ভাষ্য, ‘ব্রায়ান লারা এই রেকর্ড করেছেন ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। তার মতো খেলোয়াড়ের হাতে রেকর্ড থাকাটাই উচিত। আমি এটিকে সম্মান জানাতে চেয়েছি।’
কিন্তু গেইলের মতে, প্রতিপক্ষ কে সেটা বড় কথা নয়। রেকর্ড তো রেকর্ডই। গেইল বলেন, ‘৪০০ রান হলো টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন। সেটা জিম্বাবুয়ে হোক কিংবা অস্ট্রেলিয়া, একটা ট্রিপল বা কোয়াড্রাপল সেঞ্চুরি সব সময়ই ইতিহাস গড়ে। মুল্ডার এমন একটা সুযোগ পেয়েও সেটাকে সম্মান জানায়নি। তরুণ খেলোয়াড় হিসেবে এটা তার বড় ভুল।'