বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ০২:৪০:৫৭

এক অনন্য রেকর্ড, ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি

এক অনন্য রেকর্ড, ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যেন থামতেই জানেন না! যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর থেকে যেন মাঠে নামলেই নতুন ইতিহাস গড়ছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এবার তিনি গড়লেন এমএলএস-এর এক অনন্য রেকর্ড। টানা চার ম্যাচে একাধিক গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি।

বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে ২-১ গোলের জয় তুলে নেয় ফ্লোরিডার ক্লাবটি। ফলে ইস্টার্ন কনফারেন্সে পাঁচ নম্বরে উঠে আসে মায়ামি। যারা এখনও শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।

ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় প্রথম গোলটি করেন মেসি। আর ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসে তার দ্বিতীয় গোল। মাত্র ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

মেসি এখন চলতি মৌসুমে এমএলএস-এ করেছেন ১৪ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল ও একাধিক অ্যাসিস্ট। সর্বশেষ দুই ম্যাচে করেছেন চার গোল, এক অ্যাসিস্ট। শুধু তাই নয়, চারটি ম্যাচে টানা একাধিক গোল করে এমএলএস ইতিহাসে অনন্য উচ্চতায় উঠে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

নিউ ইংল্যান্ড যদিও আক্রমণে পিছিয়ে ছিল না। তারা নিয়েছিল ১৬টি শট, যার মধ্যে ৬টি ছিল অন টার্গেট। ৭৯ মিনিটে কার্লেস গিলের দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান কমায় দলটি। তবে মায়ামির গোলরক্ষক উস্তারি ও রক্ষণভাগ ম্যাচের বাকি সময়ে দেয়াল হয়ে দাঁড়ায়।

মায়ামি এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১০ জয়ে সংগ্রহ করেছে ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা সিনসিনাতির ৪২ পয়েন্টে। তবে মেসির দল তিনটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে নিউ ইংল্যান্ড ২০ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে একাদশ স্থানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে