স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী-সমিত সোমদের মতো বিশ্বের নামকরা লিগে খেলা প্রবাসীদের দলে অন্তর্ভূক্ত করায় দেশের ফুটবলে নতুন করে জোয়ার এসেছে। দীর্ঘদিন পর ক্রিকেটের জনপ্রিয়তা ছাপিয়ে আলোচনায় ফুটবল।
বাফুফেও ট্রায়ালের আয়োজন করে মানসম্মত প্রবাসী ফুটবলারদের তুলে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু মাঠের খেলায় ফলাফলে খুব একটা পরিবর্তন নেই। গত মাসে ভুটানকে সহজে হারালেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ।
গত মাসে হামজা-সোমিতদের নিয়েও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। যার খেসারত দিতে হলো ফিফা র্যাঙ্কিংয়ে আরও তলানিতে নেমে গিয়ে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফিফা ছেলেদের দলের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। নতুন র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার দলের পয়েন্ট কমেছে ৫.১৫, ফলে ৯০৪.১৬ থেকে কমে ৮৯৯.০১ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।
ভুটানের বিপক্ষে জয় পেলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হেরে যাওয়ায় রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার জায়ান্ট ভারতেরও অবনতি হয়েছে। ৬ ধাপ পিছিয়ে ১৩৩ নম্বরে নেমে গেছে ভারত। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে অবশ্য তারাই শীর্ষে।
মালদ্বীপ পিছিয়েছে ৭ ধাপ, নেমে গেছে ১৭১ নম্বরে। এক ধাপ পিছিয়ে নেপাল ১৭৬ নম্বরে, ভুটান ৪ ধাপ পিছিয়ে ১৮৬ নম্বরে আর পাকিস্তান ৩ ধাপ পিছিয়ে ২০১ নম্বরে নেমে গেছে। তবে উন্নতি হয়েছে শ্রীলঙ্কার। ৪ ধাপ এগিয়ে ১৯৬ নম্বরে উঠেছে তারা। এদিকে, বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর এগিয়েছে ২ ধাপ, উঠেছে ১৫৯ নম্বরে।
দুই ধাপ পেছালেও এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা র্যাঙ্কিং জাপানের। ১৭ নম্বরে আছে সামুরাইরা। ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছে ইরান। এছাড়া দক্ষিণ কোরিয়া ২৩ ও দুই ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া ২৪ নম্বরে উঠেছে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কোনো পরিবর্তন নেই। শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ০.৮ পয়েন্ট কমে তাদের পয়েন্ট দাড়িয়েছে ১৮৮৫.৩৬। এরপর আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
কিছুদিন আগে উয়েফা নেশন্স লিগ জেতার পুরস্কার পেয়েছে পর্তুগাল। রোনালদোর দল এক ধাপ এগিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। ফলে এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আটে বেলজিয়াম, এক ধাপ করে এগিয়ে নয় ও দশে যথাক্রমে জার্মানি ও ক্রোয়েশিয়া।
এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে কোস্টারিকা। কনকাকাফ অঞ্চলের দলটা ১৪ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছে। অন্যদিকে সবচেয়ে বেশি পিছিয়েছে জ্যামাইকা। ৭ ধাপ পিছিয়ে ৭০ নম্বরে নেমে গেছে ক্যারিবীয় দলটি।