সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১২:৪৪:৫১

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লিটন দাস

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

দলের হয়ে ৭৬ রানের লড়াকু ইনিংস খেলার পাশাপাশি; ৭ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরে তৃতীয় ও পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ৬৯ ও ৭৭ রানের জুটি গড়েন লিটন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ৭ উইকেটে ১৭৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

টার্গেট তাড়ায় লেগ স্পিনার রিশাদ হোসেন, দুই পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয়।

রোববার ডাম্বুলায় শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয়ে সিরিজে (১-১) সমতায় ফেরে বাংলাদেশ।

খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।’

লিটন আরও বলেন, ‘রিশাদ দারুণ বোলিং করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশল মেন্ডিসের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে