স্পোর্টস ডেস্ক : কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো বিপদে আছেন সাকিব।
সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ নির্বাচন করে এমপি হন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দেশে ফিরছেন না। যে কারণে গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব।
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’
এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবের ফেরার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা (ক্রিকেটের বাইরের) গুলো গেল দুই বছর ধরেই চলছে। এই তথ্যটা আসলে গুজব কি না আমি জানি না। তবে আমি তো বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।’
এর আগে গত শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলছিলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।’
তিনি আরও বলেন, ‘আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’