মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ০৮:৪৫:৫০

দুই বলে উইকেট নিলেন সাকিব, পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

দুই বলে উইকেট নিলেন সাকিব, পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলার পিচে রীতিমত ধুঁকছেন পাকিস্তানি ব্যাটাররা। টানা দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তানজিম হাসান সাকিব। হয়নি। তবে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।

শেখ মেহেদীকে দিয়ে বোলিং উদ্বোধন করান অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে উইকেট হারায় পাকিস্তান। পারভেজ ইমন ডিপ পয়েন্টে ডাইভ দিয়ে বল থামান, রিশাদ হোসেন করে থ্রো। স্টাম্প ভাঙেন লিটন। সাইম আইয়ুব ফেরেন ১ করে।

পরের ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত সুইংয়ে এলবিডব্লিউ হন মোহাম্মদ হারিস, গোল্ডেন ডাকে। আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নিয়েছিলেন হারিস। কাজের কাজ হয়নি। ৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

গত ম্যাচে পাকিস্তানের হাল ধরা ফখর জামানও এবার পারেননি। শরিফুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি (৮ বলে ৮)। লেগ সাইডে ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন। ১৪ রানে তৃতীয় উইকেটের পতন পাকিস্তানের।

পঞ্চম ওভারে টানা দুইটি বলে দুর্দান্ত বাউন্সারে ব্যাটারদের পরাস্ত করেন তানজিম সাকিব। হাসান নেওয়াজ আর মোহাম্মদ নওয়াজ-দুই ব্যাটারই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ০ রানে।

এর আগে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেই বিপর্যয় থেকে শেখ মেহেদী আর জাকের আলীর লড়াকু জুটি। মেহেদী ৩৩ করে আউট হলেও জাকের আলী দলকে টেনে নিয়েছেন শেষ পর্যন্ত। ছক্কা মেরে ফিফটি পূরণ করা জাকেরের ব্যাটে চড়েই সম্মানজনক পুঁজি পর্যন্ত গেছে বাংলাদেশ। ইনিংসে শেষ বলে ১৩৩ রানে অলআউট হয় টাইগাররা।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা। তানজিদ হাসান তামিমের বদলে খেলতে নেমে ওপেনার নাইম শেখ ৭ বলে ৩ করেই সাজঘরের পথ ধরেন।

ফাহিম আশরাফের বলে হাঁটু গেড়ে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন নাইম। বল ব্যাটে লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

পঞ্চম ওভারে লিটন দাস বরাবরের মতো দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে আসেন। তিনি সালমান মির্জার শিকার হন ডিপমিডউইকেটে ক্যাচ দিয়ে। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৯ বলে ৮ রান।

ওই ওভারেই দুই বল পর সালমান আগার থ্রোতে রানআউট হন তাওহিদ হৃদয় (০)। ২৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে মারকুটে পারভেজ হোসেন ইমনও আউট হয়ে যান।

অভিষিক্ত পেসার পারভেজ দানিয়েলের বলে মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। ১৪ বলে একটি করে চার-ছক্কায় ইমন করেন ১৩ রান। পাওয়ার প্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা, তুলতে পারে মাত্র ২৯ রান।

সেই বিপর্যয়ে হাল ধরেন শেখ মেহেদী আর জাকের আলী। ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন তারা। শেষ পর্যন্ত মেহেদীর আউটে ভাঙে এই জুটি।

মোহাম্মদ নওয়াজকে আগের বলেই ছক্কা মেরেছিলেন। পরের বলে আবার চালাতে গিয়ে লংঅফ ফিল্ডারের হাতে ধরা পড়েন মেহেদী। ২৫ বলে দুটি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৩ রান।

সুবিধা করতে পারেননি শামীম পাটোয়ারী। ৪ বলে ১ করে অভিষিক্ত দানিয়েলের বলে বোল্ড হন ইনসাইডেজে। একশর আগে (৯৩ রানে) ৬ উইকেট হারায় বাংলাদেশ।

তানজিম হাসান সাকিব ৪ বলে ৭ আর রিশাদ হোসেন ৪ বলে ৮ করে আউট হন। তবে এক প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন জাকের আলী। ৪৮ বলে ১ চার আর ৫ ছক্কায় ৫৫ রান করে শেষ বলে আউট হন জাকের।

পাকিস্তানের সালমান মির্জা, আহমেদ দানিয়েল আর আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে