মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ০৯:৫৮:২১

যে পরিকল্পনার কথা জানালেন তামিম ইকবাল

যে পরিকল্পনার কথা জানালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ বিরতির পর ফেরার সময় নিয়ে এবার নিজেই মুখ খুললেন তিনি। জানালেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই ব্যাট হাতে মাঠে ফেরার পরিকল্পনা তার।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।

তামিমের এই বক্তব্যে পরিষ্কার, ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না তিনি। বরং ফিটনেস ধরে রেখে আবারও মাঠে নামার জন্য সময় নিচ্ছেন।

বিপিএলের আগেই মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তামিম জানালেন, এ টুর্নামেন্টের কয়েকটি ম্যাচে খেলতে পারেন তিনি। সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।

হার্ট অ্যাটাকের পর তামিম শুধু মাঠেই নয়, ধারাভাষ্যেও অভিষেক ঘটিয়েছেন। তবে সেটিকে এখনও পেশা হিসেবে নেওয়ার কথা ভাবছেন না তিনি। তার ভাষ্য, এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।

তিনি আরও যোগ করেন, আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।

তামিমের মাঠে ফেরার এই বার্তা তার ভক্তদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। দীর্ঘদিন পর আবারও ব্যাট হাতে দেখা যেতে পারে টাইগারদের সাবেক এই অধিনায়ককে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে