স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে নতুন এক মাইলফলকের জন্ম দিলেন আফগানিস্তানের পোস্টারবয় রশিদ খান। মাত্র ২৬ বছর বয়সেই তিনি এখন বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি (টি-টোয়েন্টি সংস্করণে) বোলার। এই কীর্তির পথে পেছনে ফেলেছেন একঝাঁক তারকা বোলারকে, যার মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।
ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওভাল ইনভিন্সিবলের হয়ে লন্ডন স্পিরিটের বিপক্ষে মাঠে নামেন রশিদ। ঐতিহাসিক লর্ডসে বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে তিনি পৌঁছান ৬৫০ উইকেটের অনন্য মাইলফলকে। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো বোলারের প্রথম ৬৫০ উইকেটের রেকর্ড।
রশিদের ঝুলিতে এখন উইকেট সংখ্যা ৬৫১টি, যা এসেছে ৪৭৮টি ইনিংসে। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ডোয়াইন ব্রাভো, যার উইকেট সংখ্যা ৬৩১। এরপর রয়েছেন সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) এবং বাংলাদেশের সাকিব আল হাসান (৪৯৮)। এই তালিকা থেকেই স্পষ্ট, রশিদ কতোটা এগিয়ে রয়েছেন তার সমসাময়িকদের চেয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের অভিষেক ২০১৫ সালে, আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি—দুই মঞ্চেই। আইপিএলে তার শিকার ১৫৮ উইকেট, বিগ ব্যাশে ৯৮। এ ছাড়াও অন্তত ১২টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি, প্রতিটি জায়গাতেই রেখেছেন সাফল্যের ছাপ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রশিদ রয়েছেন শীর্ষের দোরগোড়ায়। তার সংগ্রহ ১৬১ উইকেট, আর শীর্ষে থাকা নিউজিল্যান্ডের টিম সাউদির সংগ্রহ ১৬৪ উইকেট। তবে সাউদি অবসরে যাওয়ায়, এশিয়া কাপেই এই রেকর্ড নিজের করে নিতে পারেন রশিদ।
এ তালিকায়ও বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন উল্লেখযোগ্য স্থানে। ১৪৯ উইকেট নিয়ে তিনি অবস্থান করছেন চতুর্থ স্থানে। দেশের হয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছেন তিনি, যা তাকে জায়গা করে দিয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডারদের কাতারেও।
মাত্র এক দশকের ক্যারিয়ারেই টি-টোয়েন্টি ইতিহাসে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন রশিদ খান। তার এই অগ্রযাত্রা কেবল পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং তা প্রতিফলিত হচ্ছে মাঠে বল হাতে তার প্রভাবেও।
সংক্ষেপে রেকর্ড:
অবস্থান খেলোয়াড় উইকেট সংখ্যা
১ রশিদ খান ৬৫১
২ ডোয়াইন ব্রাভো ৬৩১
৩ সুনীল নারাইন ৫৮৯
৪ ইমরান তাহির ৫৪৭
৫ সাকিব আল হাসান ৪৯৮