স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বাকি আছে আরও দুটি ম্যাচ। আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে লিওনেল মেসির দল।
বাছাইপর্বের পর অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছে লিওনেল স্কালোনির দল। নতুন প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে মেক্সিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে সর্বশেষ মেক্সিকোর বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা, যেখানে মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ২-০ ব্যবধানে জয় পায় তারা।
অক্টোবরে আর্জেন্টিনার আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ভাবা হচ্ছে। মেক্সিকো ও কানাডার সঙ্গে আগামী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, যেখানে মূল আকর্ষণের বেশিরভাগ ম্যাচ হবে মার্কিন ভেন্যুতে।
এছাড়া নভেম্বরে ফিফার শেষ ম্যাচডেতে আফ্রিকা সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে একটি প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে অ্যাঙ্গোলা, অন্য একটি দলের সঙ্গে আলোচনাও চলছে।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে শেষ বাছাইপর্বের ম্যাচে নামবে তারা।