রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ০৭:৫৯:১৪

মাহিদুলকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা

মাহিদুলকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ 'এ' দল এখন অস্ট্রেলিয়াতে। এই সিরিজ শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সেই সফরের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও হাসান মাহমুদদের নিয়ে গড়া স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলে জায়গা হয়নি নুুরুল হাসান সোহান-এনামুল হক বিজয়দের।

বাংলাদেশ ‘এ’ দল— 
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে