মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ০৯:৪৫:৫৮

সত্যি হলো শচীন টেন্ডুলকারের সেই ভবিষ্যদ্বাণী!

সত্যি হলো শচীন টেন্ডুলকারের সেই ভবিষ্যদ্বাণী!

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। তবে রেকর্ডটা হয়তো শেষ পর্যন্ত দখলে রাখতে পারবেন না ভারতীয় কিংবদন্তি। শচীনের সিংহাসন দখলের পথে রয়েছেন তার বিপক্ষে অভিষেক হওয়া জো রুটের। এক সাক্ষাৎকারে ইংলিশ ব্যাটার সম্পর্কে প্রশ্ন করা হলে বিষ্ময়কর তথ্য দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার। আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, বড় মাপের খেলোয়াড় হবেন রুট।

২০১৩ সালে অবসরে যাওয়ার আগে ২০০ টেস্ট ম্যাচ খেলে ১৫৯২১ রান করেছেন শচীন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত যেটা কোনো একক ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড। সে রেকর্ড ভাঙার কাছাকাছি রয়েছেন ইংলিশ ব্যাটার জো রুট। যার অভিষেক হয়েছিল শচীনের অবসরে যাওয়ার বছরখানেক আগে। তাও এ কিংবদন্তির বিপক্ষেই।

 টেস্টে রুটের রান সংখ্যা ১৩৫৪৩ রান। এ ফর‌ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি রয়েছেন দুইয়ে। শচীন থেকে তিনি পিছিয়ে রয়েছেন ২৩৭৮ রানে।

রুটের রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে সম্প্রতি রেড্ডিটের ‘আস্ক মি অ্যানিথিং’ অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল শচীনকে। সেখানে তিনি দিয়েছেন বিষ্ময়কর তথ্য। প্রথম দেখাতেই রুট সম্পর্কে সতীর্থদের যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা অনেকটাই আজ বাস্তবে পরিণত হয়েছে।

শচীন বলেন, ‘১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করা বিশাল অর্জন এবং সে (রুট) এখনো শক্তভাবে এগিয়ে যাচ্ছে। যখন ২০১২ সালে নাগপুরে তার অভিষেক টেস্টে আমি তাকে দেখেছিলাম, আমি আমার সতীর্থদের বলেছিলাম যে তারা ইংল্যান্ডের ভবিষ্যত অধিনায়ককে দেখছে। উইকেটকে বুঝতে পারা এবং তার স্ট্রাইক রোটেটের সক্ষমতা আমাকে বেশি মুগ্ধ করেছিল। তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম, একদিন সে বড় মাপের খেলোয়াড় হবে।’

৫০ উপর ধারাবাহিক গড়ে ব্যাট করে যাওয়া রুট, সবকিছু ঠিক থাকলে বছর তিনেকের মধ্যে শচীনের রেকর্ড ভেঙে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক বনে যেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে