শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:১৩:৪৭

ক্রিকেটে যেন বিশ্বরেকর্ড, ১১ ছক্কা মাত্র ১২ বলেই!

ক্রিকেটে যেন বিশ্বরেকর্ড, ১১ ছক্কা মাত্র ১২ বলেই!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা দেখাটাই বিরল ব্যাপার। যে কীর্তি গড়ে অমর হয়েছেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস, কাইরন পোলার্ডরা। তাই বলে ১২ বলে ১১ ছক্কা! ক্রিকেটে যেন বিশ্বরেকর্ডই করলেন সালমান নিজার। কেরালা ক্রিকেট লিগের এক ম্যাচে এই কীর্তি গড়েছেন ভারতীয় ব্যাটার।

তিরঅনন্তপুরমে কালিকট বনাম ত্রিবান্দ্রমের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। কালিকট প্রথমে ব্যাট করতে নেমে চাপে ছিল। ১৮ ওভারের তাদের রান ছিল ৬ উইকেটে ১১৫। দেখে মনে হচ্ছিল, ১২৫-১৩০ রানের মধ্যে শেষ হবে ইনিংস। কিন্তু পরের দুই ওভারে ছবিটা বদলে দেন সালমান।

বাঁহাতি সালমান ১৯তম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন। এ সময় বল করছিলেন বাসিল থাম্পি। ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম বাসিল। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দীর্ঘদিন খেলছেন তিনি। এরকম অভিজ্ঞ বোলারকে পাঁচটি ছক্কা মারা সহজ নয়। শেষ বলে সিঙ্গল নেন সালমান। তিনি চাইছিলেন পরের ওভার পুরোটা খেলতে।

পরের ওভারে অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন সালমান। এর পাশাপাশি ওয়াইড বলে আরও চার রান দেন বোলার। অর্থাৎ সেই ওভারে আসে ৪০ রান। শেষ দুই ওভারে ৭১ রান করেন সালমান। শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি, মারেন ১১ ছক্কা। তার ব্যাটে ভর করে ১৮৬ রান করে কালিকট।

কেরালার ছেলে সালমান গত মৌসুম থেকে নজর কাড়তে শুরু করেছেন। রঞ্জি ট্রফিতে তিন বার ৯০-এর বেশি রান করেছিলেন। কিন্তু এখনও সেঞ্চুরি করতে পারেননি। কেরালা গতবার রঞ্জির ফাইনাল খেলার পিছনে বড় ভূমিকা ছিল সালমানের। তবে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেটে বেশি ভয়ঙ্কর তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিরুদ্ধে ৪৯ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এ ব্যাটার।

গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে কেরালার অধিনায়কত্বও করেছিলেন সালমান। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলায় এবার দুলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের দলে রয়েছেন তিনি। সেখানেও ভাল খেলতে চান সালমান। তার আগে কেরালা লিগে তিনি এই ইনিংস খেললেন। এই ইনিংস তাকে দুলীপের দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে দিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে