রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ০২:৫৫:৩২

সবাইকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজুর রহমান

সবাইকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল; বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এই চারজনের মধ্যে তামিম ইকবাল সবচেয়ে কম সময় খেলেছেন, সেটাও প্রায় ১৩ বছর। বাকি তিনজনের ক্যারিয়ারই দেড় দশকের বেশি সময় গড়িয়েছে।

সাকিব খেলেছেন সবচেয়ে লম্বা সময়, ২০০৬ সালে অভিষেক হওয়ার পর শেষ ম্যাচটি খেলেছেন গত বছর। রিয়াদ ১৭ ও মুশফিকুর রহিম ১৬ বছর টি-২০ দলের প্রতিনিধিত্ব করেছেন। মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার মাত্র এক দশকের, এই সময়ে বাংলাদেশের হয়ে টি-২০ জয়ের হিসাবে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি মোস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ৫৩তম জয়। রেকর্ডগড়া ম্যাচে বোলিংয়ে কিপটেমিই করেছেন তিনি। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ম্যাচটি জিতে ৮ উইকেটে।

৫৩ জয় দিয়ে ফিজ ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। সাকিব ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছেন, হেরেছেন ৭৫ ম্যাচ। ফিজ ১১২ ম্যাচের মধ্যে হেরেছেন ৫৭টি। লিটন দাস (১০৮ ম্যাচ) ও মাহমুদউল্লাহ (১৪১ ম্যাচ) দুজনের জয়ই ৪৯টি করে। ৩৭ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭৪ ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি।

সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। হিটম্যানখ্যাত ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টিই জিতেছেন। অন্য কারো একশটি জয় নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬টি ম্যাচ জিতেছেন পাকিস্তানের শোয়েব মালিক। বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৮১ ও মোহাম্মদ নবি ৮০টি ম্যাচ জিতেছেন।

শুধু টি-টোয়েন্টি বিবেচনায় নিলে সবচেয়ে বেশি জয় ফরম্যাটটির অন্যতম সেরা কিংবদন্তি কেইরন পোলার্ডের। ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্রিকেটার ৭১৩ ম্যাচের ৩৮৭টি জিতেছেন। তিনশর বেশি জয় আছে শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনের। বাংলাদেশিদের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডার ৪৫৮ ম্যাচের ২৩৫টি জিতেছেন। ১৫৮ জয় নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে