শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪:১২

আকাশ চোপড়ার দৃষ্টিতে এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ, যে ভবিষ্যদ্বাণী

আকাশ চোপড়ার দৃষ্টিতে এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ, যে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ বাছাই করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করেন তিনি।

আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশের বর্তমান ফর্ম আউটস্ট্যান্ডিং। দারুণ ক্রিকেট খেলছে তারা। ২০২৫ সালে ঘরে-বাইরে ভালো করছে দলটি। বাংলাদেশের হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। তারা ২০০৭ সালে আমাদের (ভারতকে) টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল।’

জনপ্রিয় এই ধারাভাষ্যকার মনে করেন, টাইগারদের বোলিং বিভাগ ভালো হলেও ব্যাটিংয়ে দুর্বলতা রয়েছে। তার মতে, বাংলাদেশ দল অনেকাংশেই লিটন দাসের ওপর নির্ভরশীল। এ ছাড়া মিরাজের না থাকা বাংলাদেশকে ভোগাতে পারে বলেও মনে করেন তিনি।

আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেন, গ্রুপ ‘বি’ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কাই পরের পর্বে উঠবে। আর বাংলাদেশ বাদ পড়ে যাবে গ্রুপ পর্বেই।

আকাশ চোপড়ার দৃষ্টিতে বাংলাদেশ একাদশ—

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে