মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০:৩১

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে খেলবেন না লিওনেল মেসি

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে খেলবেন না লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর জানিয়ে দেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাই স্বাভাবিকভাবেই আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকার বদলে অন্য একজনকে নিতে হবে একাদশে।

বুয়েনস এইরেসের মনুমেন্তালে হওয়া সেই ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ ছিল।

তবে আগামীকাল ভোরে ইকুয়েডরের বিপক্ষে শুধু মেসির জায়গাতে একজনকে নিচ্ছেন না স্কালোনি, আরো বেশ কিছু পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘একাদশে সম্ভবত আরো কিছু পরিবর্তন করা হবে। অন্য খেলোয়াড়দেরও পরখ করাটা জরুরি। এতদিন যারা কম খেলার সুযোগ পেয়েছে তারা মাঠে নামার যোগ্যতা রাখে এবং প্রমাণের সুযোগ পাওয়াও তাদের উচিত।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম এল গ্রাফিকোর প্রতিবেদন অনুয়ায়ী ইকুয়েডরের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে খেলার কথা রয়েছে। গোলপোস্টে যথারীতি এমিলিয়ানো মার্তিনেজই থাকবেন। রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে এ ম্যাচে জুটি বাঁধার কথা রয়েছে গনসালো মন্তিয়েল কিংবা মার্কোস আকুনার। তাদের দুজনের একজনকে জায়গা দিতে বিশ্রামে থাকবেন নাহুয়েল মলিনা।

সেন্টারে নিকোলাস ওতামেন্ডির সঙ্গে দেখা যেতে পারে লিওনার্দো বালের্দিকে।
মাঝমাঠে রদ্রিগো দি পল ও নিকোলাস গঞ্জালেসের সঙ্গে থাকবে লিয়ান্দ্রো পারেদেস। আক্রমণভাগে থিয়াগো আলমাদার সঙ্গে দুই উইংয়ে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে দেখা যেতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-
এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে