স্পোর্টস ডেস্ক : দারুণ বোলিংয়ে অধিনায়ক লিটন দাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন তানজিম হাসান সাকিব-মুস্তাফিজুর রহমানরা। অর্ধেক ওভার শেষে নিজেদের ঝুলিতে উইকেট সংখ্যা খুব বেশি রাখতে না পারলেও রানের চাকা টেনে ধরেছেন তারা।
চার-ছক্কার এই যুগে ৬০ বলে ৬৪ রান করতে পেরেছে হংকং। উইকেট অবশ্য ধরে রেখেছে তারা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়েছে। দ্রুত ২ উইকেট হারানো হংকংকে পথ দেখাচ্ছেন জিশান আলী ও নিজাকাত খান। ওপেনার জিশানের ২৪ রানের বিপরীতে ১২ রানে ব্যাটিংয়ে আছেন নিজাকাত।
এর আগে আবুধাবিতে শুরুটা দারুণ করে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিয়ে। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নিজের প্রথম ওভার করা তাসকিন আহমেদ। তৃতীয় বলে তুলে নেন অংশুমান রাঠকে। পরে বাবর হায়াতকে ফেরান তানজিম সাকিব। ব্যক্তিগত ১৪ রানের সময় বোল্ড করেন বাংলাদেশি পেসার।