এমটিনিউজ২৪ ডেস্ক : এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু দলীয় সংগ্রহে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
এরপর ১১ রানে তৃতীয়, ৩৮ রানে চতুর্থ ও ৫৩ রানেই হারিয়ে বসে পঞ্চম উইকেট। তখন মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় ১০০ রানের আগেই অলআউট হয়ে যাবে। কিন্তু না। শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী ও লিটনের ব্যাটে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪০ রান।