মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৭:১২

নতুন নামে বিপিএল

নতুন নামে বিপিএল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পেশাদার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ এখন নতুন পরিচয়ে আসতে চলেছে। নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)’।

সম্প্রতি বাফুফের পেশাদার লিগ কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়। সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।

তিনি জানান, 'বিপিএলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ করার একটি প্রস্তাব সভায় দেওয়া হয়েছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।'

নাম পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে লিগের পরিচিতি ও ব্র্যান্ডিং নিয়ে নতুন করে ভাবনার বিষয়টি। নতুন নামের মাধ্যমে লিগকে আরও পেশাদার, আধুনিক ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে ফেডারেশনের।

এছাড়া, পেশাদার লিগের সঙ্গে সংশ্লিষ্ট নতুন মৌসুমের সূচি এবং নতুন পৃষ্ঠপোষকের নাম ও আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ নামে দেশের সর্বোচ্চ স্তরের এই ফুটবল প্রতিযোগিতা পরিচালিত হয়ে আসছে। তবে ক্রিকেটের বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ- টি-টোয়েন্টি) সঙ্গে নামের মিল থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সে কারণেও ফুটবল লিগের জন্য একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেছে কর্তৃপক্ষ।

নাম পরিবর্তনের পাশাপাশি নতুন মৌসুমে আরও বেশ কিছু কাঠামোগত পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে লিগ কমিটির। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে