স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থেকে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
এই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি শুক্রবার রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। স্কোয়াডের বেশিরভাগ নামই পরিচিত হলেও নতুন মুখ ও চমকও আছে।
নতুনদের মধ্যে গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বেসেস প্রথমবার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন। এছাড়া ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো এবং ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও প্রথমবার দলে ডাক পেয়েছেন। রিভেরো সম্প্রতি রিভার প্লেটে ফিরেছেন, আর মোরেনো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলছেন।
পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, যিনি আগের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন, এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি, তিন বছরের বেশি সময় পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
অবশ্যই লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজরা থাকছেন স্কোয়াডে।
২৮ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াডে রয়েছেন
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যাম্বেসেস।
ডিফেন্ডার : গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিয়োলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।