স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা থেমেছে গ্রুপ পর্বে। তিন ম্যাচ খেলে দুই হার ও এক ড্রয়ের পর কেঁদেকেটে বাড়ি ফিরেছে সেলেসাওরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের ফুটবলকে ঘিরে উঠেছে 'গেল, গেল' আওয়াজ।
অন্যদিকে আর্জেন্টিনার জয়যাত্রা চলছেই। গ্রুপ পর্বের তিন ম্যাচই জেতা আর্জেন্টাইন যুবারা গতকাল রাতে টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল। চিলির স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে নাইজেরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৪-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
শেষ আটে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ মেক্সিকো। একদিন আগে স্বাগতিক চিলিকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেক্সিকো।
গতকাল আর্জেন্টিনা অবশ্য গোলের দেখা পেয়েছে ম্যাচের শুরুতে। দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন ইয়ান সুবিয়াব্রে। সেটি নাইজেরিয়ার এক ডিফেন্ডারের পায়ে লাগলেও উপরে ওঠা বলে বক্সের ভেতর পাস বাড়ান ডাইলান গরোসিতো। বক্সের ভেতর অনেকটা ফাঁকায় বল পেয়ে স্লাইডিং ট্যাপ-ইনে জালে বল জড়ান আলেহো সারকো।
২৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাহের কারিসো। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। নাইজেরিয়া অবশ্য একটা গোল ফেরত দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে আফ্রিকান দলটির ওই প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার সান্তিনো বারবি।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই আবারও গোলের দেখা পান কারিসো। ৫৩ মিনিটে মধ্যমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে থ্র বাড়ান দেলগাদো। অরক্ষিত অবস্থায় ঢুকে পড়ে একাই বল নিয়ে এগোতে থাকেন কারিসো। সামনে শুধু প্রতিপক্ষ গোলকিপার। সেটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ঠান্ডা মাথায় স্কোরলাইন ৩-০ করেন কারিসো।
৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মাতেও সিলভেত্তি। এবার মধ্যমাঠের ডানপ্রান্তের কিছুটা সামনে থেকে থ্রু বাড়ান জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। সেটি নিয়ন্ত্রণে নিয়ে নাইজেরিয়া বক্সে ঢুকে পড়েন সিলভেত্তি। সামনে থাকা এক নাইজেরিয়ান ডিফেন্ডারকে দারুণ দক্ষতায় ড্রিবল করে পরাস্ত করে বাঁপায়ের কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন সিলভেত্তি।
আগামী রোববার ভোরে সেমিফাইনালে ওঠার ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।