শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ০৩:০৬:০৮

এবার হংকংয়ের পথে হামজারা

এবার হংকংয়ের পথে হামজারা

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে হংকং রওনা হয়েছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশের ৩৪ জনের কন্টিনজেন্ট হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে। গতকাল হোম ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৩ জনই হংকং যাচ্ছেন। 

বাংলাদেশের ফ্লাইট ছিল দুপুর দেড়টায়। ফ্লাইট ছাড়ার দেড় ঘণ্টা আগে ফাহমিদুল তার পাসপোর্ট পেয়েছেন। গতকাল বাংলাদেশ টিমের সবার ভিসা হলেও ফাহমিদুলের পাসপোর্ট চাইনিজ দূতাবাসে ছিল। কারণ ফাহমিদুল ইতালি থেকে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর ফেডারেশন তার পাসপোর্ট ভিসার জন্য জমা দিয়েছে। তাই ফাহমিদুলের ভিসা পেতে খানিকটা বিলম্ব।

হামজা, সামিত ও জায়ান আহমেদের যথাক্রমে ইংল্যান্ড, কানাডা ও আমেরকিার পাসপোর্ট থাকায় তাদের হংকংয়ের জন্য ভিসার প্রয়োজন হয়নি। ফাহমিদুলের ইতালির পাসপোর্ট নেই শুধু বাংলাদেশি পাসপোর্ট থাকায় তার ভিসার প্রয়োজন ছিল। 

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ঘণ্টা খানেক আগে বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাংলাদেশ টিমের সবাই পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট রওনা হয়েছিলেন শুধু ফাহমিদুল ছাড়া। তার পাসপোর্ট তখনও চীনা দূতাবাসে। শুক্রবার ছুটির দিনও চীনা দূতাবাস বাংলাদেশের ফুটবলারকে বিশেষ ব্যবস্থায় দ্রুত পাসপোর্ট প্রদানের ব্যবস্থা করেছে। বাফুফে স্টাফ সাড়ে এগারোটায় ফাহমিদুলের পাসপোর্ট সংগ্রহ করে বারোটার মধ্যে এয়ারপোর্টে পৌঁছান। 

ব্যাংককে যাত্রা বিরতি দিয়ে বাংলাদেশ দল হংকং সময় রাত দশটায় পৌঁছাবে। আগামীকাল থেকেই মাঠে অনুশীলন শুরু করবেন হামজারা। ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বাগতিক দেশ ৪৮ ঘণ্টা আগে সফরকারীদের অনুশীলন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানে বাধ্য না। ভারতে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ বিড়ম্বনায় পড়েছিল। 

হংকংয়ের জন্য দেশ ছাড়ার আগে বাংলাদেশের ম্যানেজার আমের খানের মন্তব্য,‘স্বাগতিক দল তো কিছু সুবিধা নেবেই। হংকং যেমন দাবি করেছে আমরা নাকি রাস্তায় যানজট সৃষ্টি করেছি। যেটা ম্যাচ কমিশনার মিটিং ছিল সেখানে এটা ভেঙে দেয়া হয়েছে যে ছোট শহর এ রকম জ্যাম আমাদের নিয়মিতই হয়।’ হংকংয়ের ঢাকা থেকে বাণিজ্যিক ফ্লাইটেই যাওয়ার কথা থাকলেও তারা গতকাল রাতে চাটার্ড ফ্লাইটে দেশে রওনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে