স্পোর্টস ডেস্ক: ফ্লোরিডায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের দুই ভিন্ন মঞ্চে নামার সম্ভাবনা তৈরি হয়েছে লিওনেল মেসির সামনে। আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন নাকি ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাবের হয়ে নামবেন তা নিয়ে চলছে জোর জল্পনা।
বাংলাদেশ সময় শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। এর পরদিন রোববার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেড।
আর্জেন্টিনা ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষস্থান নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে। ফলে কোচ লিওনেল স্কালোনি এখন প্রীতি ম্যাচগুলোতে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার দিকেই মনোযোগ দিচ্ছেন।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেছেন, আমরা মেসির সঙ্গে কথা বলেছি। একাদশ এখনও চূড়ান্ত হয়নি। ম্যাচের আগে শেষ অনুশীলন শেষে সিদ্ধান্ত নেব। এই ম্যাচগুলো আসলে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, তাই আমি নতুন বিকল্পগুলো যাচাই করতে চাই।
প্রীতি ম্যাচে খেলা মেসির জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু এমএলএস কাপের প্লে-অফ সামনে রেখে ইন্টার মায়ামির জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিন নম্বরে রয়েছে দলটি। তাই আটলান্টার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য প্লে-অফে টিকে থাকার লড়াই।
যদিও মেসি এখন আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করছেন, দুটি ম্যাচই ফ্লোরিডায় হওয়ায় তার শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
তবে মেসিকে পাওয়া নিয়ে আশাবাদী মায়ামি, যদিও আরও পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তারা পাচ্ছে না। আন্তর্জাতিক দায়িত্বে রয়েছেন রদ্রিগো দি পল, তেলাস্কো সেগোভিয়া, ইয়ান ফ্রে, মাতেও সিলভেত্তি ও নোয়াহ অ্যালেন।
দলের ঘাটতি নিয়েও আশাবাদী মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, আমরা জানি, কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছি না। তবে যারা রয়েছে, তাদের তৈরি ও তরতাজা দেখতে চাই। যতটা সম্ভব সেরাটা দিতেই মাঠে নামবে দল।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে নামবেন ‘ফুটবলের রাজপুত্র’, নাকি মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেসি।