শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ০৭:২৪:২১

এবার মেসি ও নেইমার একসঙ্গে!

এবার মেসি ও নেইমার একসঙ্গে!

স্পোর্টস ডেস্ক : ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ডিসেম্বর মাসটি হতে যাচ্ছে বিশেষ। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি কলকাতা সফর করবেন এ খবর আগেই নিশ্চিত। এবার জানা গেছে, মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইস সুয়ারেজ, সেইসাথে বার্সার কিংবদন্তি ডেকো।

 ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, একটি আয়োজক সংস্থা ‘বার্সেলোনা পুনর্মিলন’-এর পরিকল্পনা করছে, যেখানে মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকো একসঙ্গে কলকাতার মঞ্চে থাকবেন। আয়োজক সূত্র জানিয়েছে, মেসি কলকাতা সফরের পর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন, কিন্তু নেইমার, সুয়ারেজ ও ডেকো শুধুমাত্র কলকাতায় যোগ দেবেন।

ফুটবল মঞ্চের সঙ্গে যুক্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। কলকাতার আসরে স্থানীয় সংগীতশিল্পী, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেস থাকবেন।

 মুম্বাইয়ে মেসির সঙ্গে মঞ্চ ভাগ করবেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও গায়ক অরিজিৎ সিং, আর দিল্লির অনুষ্ঠানে থাকবেন বিরাট কোহলি, শুভমান গিল এবং দিলজিৎ দোসাঞ্জ।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ডিসেম্বরেই কলকাতার মাটিতে দেখা মিলতে পারে এক অনন্য ফুটবল উৎসবের, যেখানে মঞ্চে থাকবেন মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে